![]() |
Pranab Kr Nath |
ইচ্ছে করে কি কেউ নিজের জীবনটা শেষ করে দিতে চায় ??? না হয়তো চায় না।
কেই বা চাইবে এই পৃথিবী থেকে বিদায় নিতে, প্রকৃতির এতো রূপ,,,,যেখানে প্রতিদিন নতুন করে বাঁচার স্বপ্ন জাগে, যেখানে প্রতিদিন নতুন কিছু শেখায় ----- সেখান থেকে হয়তো কেউই বিদায় নিতে চায় না ।।
আমরা অনেকেই ভাগ্যের দোহাই দিয়ে চলি,
আসলে সময় আর পরিস্থিতি কখন বদলে যায় সেটা হয়তো কারোর জানা নেই, এখন থেকে ১ ঘন্টা পর কি হবে সেটা হয়তো প্রতিদিনের রুটিন দেখে শুধুই অনুমান করা যায়, কিন্তু সত্যি কি ঘটবে তা কেউই বলতে পারবে না। সময় অনেক ক্ষেত্রে জীবনে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করে যা থেকে হয়তো বেরিয়ে আসার পথ আর থাকে না, কথায় বলে একটা পথ বন্ধ হলে হাজার পথ খোলা থাকবে কিন্তু বাস্তবে অনেকটাই কঠিন। অনেক সময় জীবনে সব গুলো পথই বন্ধ হয়ে যায়, আর শত চেষ্টা করলেও 1টা পথ খুঁজে পাওয়া সম্ভব হয়ে উঠে না---- ঠিক তখনই আমরা সময় আর পরিস্থিতির স্বীকার হয়ে থাকি।।
"জীবনের অংক টা বড়ই কঠিন, চাইলেও ভাগশেষ টা মেলানো যায় না"
Reg By: Pranab Kr Nath